রাজধানীর টিকাটুলি এলাকায় সজীব হাসান (৩৩) নামে এক যুবকের পাঁচ টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে তার মধ্যবয়সী প্রেমিকা শাহনাজকে (৫০)।
বৃহস্পতিবার দুপুরে সায়েদাবাদের কে এম দাস লেনের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় সজীবের খণ্ড খণ্ড মরদেহ।
প্রতিবেশীরা বলছেন, পাঁচ থেকে ছয় বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে সায়েদাবাদের কে এম দাস লেনের ছয়তলা ভবনের চতুর্থ তলায় বাস করে আসছিলেন শাহনাজ ও সজিব। শাহনাজকে স্ত্রী পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন সজিব।
পুলিশ জানায়, শাহনাজ তিন দিন ধরে নিখোঁজ জানিয়ে গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তার স্বামী ওয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি হওয়ার পর মোবাইল ফোন ট্র্যাক করে শাহনাজের অবস্থান নিশ্চিত হয়ে সজীবের বাসায় যায় পুলিশ।
সেখানে পারভীনকে পাওয়ার পাশাপাশি সজীবের পাঁচ টুকরো মরদেহ উদ্ধার হয়। এক কক্ষের বাসায় সজীব একা থাকতেন। হস্তশিল্পের কাজ করতেন তিনি। তার বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহনাজ জানান, দুজনের ঝগড়ার সময় সজীব তাকে ছুরি দিয়ে আঘাত করেন। ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিটি নিয়ে নেন শাহনাজ। এরপর তিনি সজিবকে ছুরি মারেন। এতে মারা যান সজিব।
হত্যার পর রান্নাঘর থেকে বঁটি এনে সজীবের মরদেহ পাঁচ টুকরো করেন শাহনাজ। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ ।
আরও পড়ুন …
- এবার নকল ইয়াবা আতঙ্ক ছড়াচ্ছে
- এতসব প্রতারণা শিখল কোথায় দিপু?
- বয়স ২০ হলেও তার টার্গেট চল্লিশোর্ধ্ব নারীরা
- বিরল দৃষ্টান্ত: এক পরিবারে ৫৭ জন কোরআনে হাফেজ
- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা, আটক ৩
- অবাধে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক ওষুধ, নেই নজরদারি
- দেশের বাজারে নকল ইয়াবা, সেবনে হতে পারে তাৎক্ষণিক মৃত্যু
- পদত্যাগ করছেন অ্যামাজনের সিইও জেফ বেজোস
- শত কোটি টাকা নিয়ে উধাও ‘রিকশাচালকের’ খোঁজে দুদক
- বগুড়ায় বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১০